WEB RESARCH AND LEAD GENERATION

ফ্রীলান্সার বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আজ আমি আপনাদের মার্কেট প্লেস এ WEB
RESARCH AND LEAD GENERATION এর কাজ নিয়ে
কিছু টিপস দিব।
মার্কেট প্লেস এ WEB RESARCH AND LEAD
GENERATION নিয়ে এমন অনেক কাজ পাওয়া যায় ঃ

ডিজাইনারদের জন্য ১০০ অসাধারণ কালার কম্বিনেশন (কোড নং সহ) – পর্ব – ০১

যেকোন ডিজাইনের প্রাণ হলো রং। শুধুমাত্র একটা পরিপূর্ণ রং-এর মিশ্রণ ডিজাইনকে আকর্ষণীয় করে তোলে। একজন ডিজাইনারের বা যারা ফটোশপে/ইলাস্ট্রেটরে কাজ করেন তাদের জন্য একটা পরিপূর্ণ রং-এর মিশ্রণ বা কালার কম্বিনেশন করা অন্যতম জটিল কাজ।

ছেলেদের ত্বকের যত্ন।

গরমে ত্বকের যত্ন
সাধারণত আমাদের ত্বক চার ধরনের হয়। সাধারণ ত্বক, শুষ্ক ত্বক, তৈলাক্ত ত্বক এবং মিশ্র ত্বক। চার ধরনের ত্বকের যত্ন চার রকমের। আবার কিছু ব্যাপারে নিয়ম একই। গরমে প্রতিদিন কীভাবে ত্বকের যত্ন নেবেন, সেটাই জেনে নেওয়া যাক। পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান।

কি ভাবে freeluncing এর কাজ করবেন। পর্ব ১

কেমন আছেন আপনারা? আবার টিউন করতে চলে আসলাম।

কিছু দিন ধরে দেখছি কিভাবে ফ্রিলেন্সিং সাইটে কিভাবে Register করতে হয়, কিভাবে বিড করতে হয়। তো যারা প্রোগামিং, ওয়েব ডিজাইনিং/প্রোগামিং, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক ডিজাইন, থ্রিডি এনিমিশন, অডিও/ভিডিও অ্যাডিটিং, ডাউনলোডিং, আর্টিকেল রাইটিং কাজ জানে তারা এমনিতে কাজ পেয়ে যাবে। কিন্তু যারা কাজ জানে না তারা কি করবে ?
ফ্রিলেন্সিং সাইটে বিভিন্ন ধরনের কাজ আছে। এর মধ্যে একটি কাজ হচ্ছে Link Building। Link Building কাজ এর মধ্যে পরে Forum Posting, Blog Comments, Profile Create, Bookmarking, Directory Submission ইত্যাদি।
আমি এই কাজ গুলো করে ফ্রিলেন্সিং থেকে টাকা আয় করচ্ছি। এই কাজ গুলো বেশী কঠিন না। চাইলে যে কেও এই কাজ করে টাকা আয় করতে পারেন। প্রখম প্রথম এই কাজ গুলো একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে অনেক সহজ হয়ে যাবে।
যদি আপনারা আগ্রহী হন, তাহলে এই কাজ আমি শিখাতে পারি (আমি যতটুকু জানি :P)



পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধি করতে ৭টি সহজলভ্য খাবার

☞ পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধি করতে ৭টি সহজলভ্য
খাবার ☜
............................................................
................................
জীবনে নানান বিষয়ে অক্ষমতা বা দুর্বলতা থাকতেই
পারে। কিন্তু যৌন দুর্বলতা হচ্ছে এমন একটি বিষয়, যা
পুরুষের জন্য অত্যন্ত পীড়াদায়ক এবং
অপমানজনকও বটে। যৌন দুর্বলতার জন্য
আত্মহননের পথ বেছে নিয়েছেন কোন পুরুষ,
এমন ঘটনার নজিরও কম নেই। বর্তমান যুগের
স্ট্রেসে ভরা জীবনযাপন পদ্ধতি, ভেজাল খাদ্য
সহ নানান ধরণের কারণে শারীরিক অক্ষমতায়
ভোগা পুরুষের সংখ্যা বাড়ছে ক্রমশ। যদিও এই
বিষয়টি থেকে মুক্তি দিতে পারে সঠিক খাদ্য, সুস্থ
ও স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি।

কিয়ামত নিয়ে ভাবুন।

হুজুরে আসওয়াদ কালো,
শৈশবকাল ছিল অনেক ভাল।
বুঝতাম না কোন কিছু,
ছিল না কোন টান পিছু।
জীবন আমার হোক কাল,
সাদা নয়তো কখনও ভাল।
কাফনের কাপর সাদা হয়,
এটা দেখে সবাই পায় ভয়।
আমিও এর বেতিক্রম নয়।
জীবন আল্লাহতালার অসীম নিয়ামত,
আসবে একদিন কঠিন কিয়ামত।
সে দিন আর নেইকো বেশি দেরি,
আসুন সবাই মিলে,
পঁাচ ওয়াক্ত নামায কায়েম করি।

রিমঝিম ঝিম বরষা।

এই রিমঝিম ঝিম বরষা
হাওয়া হিম হিম বরষা
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা

চেয়েছে তোমার কত সাথে যে
হাতখানি রাখি ঐ হাতে যে
মনে এলে ওগো মন হরষা
পথ চলিতে যে তাই ভরসা

হৃদয় আমার আজ বলে তাই
চোখের দেখাতে যদি নাই পাই
বাঁশি শুনেছে যে মন মনষা
পথ চলিতে যে তাই ভরসা

ঝরো ঝরো বরষার ধারাতে
স্বপ্ন যদি গো হয় হারাতে
হৃদয়ের ভরা ক্ষেত সরসা
পথ চলিতে যে তাই ভরসা।

Next Song

Ore Nill Doaria | Picnic 2024 | Ratan Kumar | Rangpur City MATS and IHT ...

Ore Nil Doriya Song Lyrics In Bengali : ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া। কাছের মানুষ দুরে থ...