WEB RESARCH AND LEAD GENERATION

ফ্রীলান্সার বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আজ আমি আপনাদের মার্কেট প্লেস এ WEB
RESARCH AND LEAD GENERATION এর কাজ নিয়ে
কিছু টিপস দিব।
মার্কেট প্লেস এ WEB RESARCH AND LEAD
GENERATION নিয়ে এমন অনেক কাজ পাওয়া যায় ঃ

“”Find US mortgage broker/beauty saloon name
(company business name), location, street, city,
address, owner/VP/president/CEO name, phone,
email, linkdin profile, twitter account””
আমার অনেক ক্লায়েন্ট আমাকে interview এর
সময় জিজ্ঞাসা করে, “তুমি আসলেই কাজটা করতে
পারবা তো ?? আমি অনেক কে hire করেছি, কিন্তু
কেউ ই ঠিক মত কাজটি করতে পারে নাই। “
বুঝাই যাচ্ছে, অনেকেই এই ধরনের কাজ ঠিকমত
করতে পারে না। আসলে মার্কেট এ SEO,
GRAPHICS DESIGN, WEB DESIGN, WEB
DEVELOPMENT নিয়ে অনেক tutorial থাকলেও
WEB RESEARCH AND LEAD GENERATION নিয়ে
কোণ tutorial বা ভাল মানের YOUTUBE VIDEO নাই।
আমি একজন প্রোফেসনাল LEAD GENERATION
EXPART হিসাবে এই ধরনের কাজ নিয়ে কিছু টিপস
দিতে চাই।
1. BUSINESS DIRECTORY:
অনেক বিজনেস ডিরেক্টরই ওয়েবসাইট আছে,
যারা আপনাকে পৃথিবীর যেকোনো কোম্পানি
এর নাম, এড্রেস, লোকেশান, লোকাল এড্রেস,
স্ট্রীট, সিটি, কান্ট্রি ইত্যাদি বের করে দিবে। কিছু
জনপ্রিয় ওয়েবসাইট হলঃ
http://yellowpage.com
http://binamerica.com
http://europages.com/
http://buzzfile.com
http://anywho.com/
এগুলো ছাড়াও অনেক ওয়েবসাইট আছে। গুগল এ
সার্চ দিলেই পাবেন। আপনি শুধুমাত্র লোকেশান
এবং কোম্পানি নাম দিয়ে সার্চ করলেই সে সব
ইনফর্মেশন আপনাকে বের করে দিবে।
(ইমেইল ছাড়া)
2. LINKDIN profile:
এখন আপনার দরকার, COMPANY’S VP/CEO/
PRESIDENT NAME and their EMAIL ADDRESS.
আপনি গুগল এ “LINKDIN profile of VP/CEO/
PRESIDENT @ (company name, eg. JP morgan)”
লিখে সার্চ দেন। পেয়ে যাবেন কাঙ্কিত বাক্তির
লিঙ্কদিন প্রোফাইল।
প্রবেশ করেন লিঙ্কদিন প্রোফাইল এ। পেয়ে
গেলেন ওই কম্পানি এর VP/CEO/PRESIDENT
NAME
এখন দরকার তাদের ইমেইল এড্রেস। তাইতো???
২০% সময়, ওই কাঙ্কিত বাক্তির লিঙ্কদিন প্রোফাইল এ
ইমেইল এড্রেস পেয়ে যাবেন। যদি না পান??
তাহলে?? ৩০ সেকেন্ডে পেয়ে যাবেন
ইমেইল এড্রেস। কীভাবে?? আসুন দেখি
ম্যাজিক।
3. FTL(Find That Lead):
FTL একটি ইমেইল এড্রেস FINDER/ lead
generator.
এটি google crome extension হিসেবে ব্রাউজার এ
অ্যাড করে রাখা যায়। আপনি কাঙ্খিত বেক্তির লিঙ্কদিন
প্রোফাইল এ ঢুকে, FTL বাটন এ ক্লিক করেন।
আপনি ফাস্ট নেইম, লাস্ট নেইম, কম্পানি ডোমেইন
দেখতে পাবেন। এখন “ফাইন্ড ইমেইল” এ ক্লিক
করেন। ৩০ সেকেন্ড এ আপনি পেয়ে যাবেন
ওই বাক্তির ইমেইল এড্রেস। মজা না ?? (পোস্ট
এর সাথে অ্যাড করা ছবি টি দেখুন)
4. DATANYZE INSIDER:
DATANYZE INSIDER ও একটি ইমেইল এড্রেস
FINDER/ lead generator। এবং google crome
extension হিসেবে ব্রাউজার এ অ্যাড করে রাখা যায়।
নিয়ম ও একি। বাড়তি সুবিধা পাবেন, ইমেইল এড্রেস
কত % কারেক্ট এটিও বলে দিবে DATANYZE
(পোস্ট এর সাথে অ্যাড করা ছবি টি দেখুন)
5. ZOOMINFO:
যেকোনো কম্পানি এর VP/CEO/PRESIDENT
NAME, এবং তাদের ফোন নাম্বার এবং ইমেইল
এড্রেস বের করার জন্য এটি একটা চমৎকার টুল।
তবে এইখেত্রে আপনাকে কম্পানী এর জিপ
কোড জানতে হবে। চিন্তায় পরলেন?? কোণ
ব্যাপার না। গুগল আছে না?? গুগল সার্চ বক্স এ লিখুন “
zip code of company(eg. JP morgan).” পেয়ে
যাবেন জিপ কোড।
সার্চ বক্স এ কম্পানি নাম, এবং জিপ কোড লিখে সার্চ
দেন। ১০ সেকেন্ড এর মধ্যে আপনি পেয়ে
যাবেন ওই কম্পানি এর VP/CEO/PRESIDENT NAME,
PHONE(direct), EMAIL ADDRESS.
ব্যাস !!!
6. RAPPORTIVE:
নিশ্চয় এই টুল টির নাম অনেকেই শুনেছেন। কারন
এই ধরনের কাজ এ বিড করার সময় অনেক
ক্লায়েন্ট বলে দেয়, RAPPORTIVE জানা লাগবে।
হ্যাঁ। এটা LEAD GENERATION এর জন্য অসম্ভব
গুরুত্বপূর্ণ টুলস।
এটি ইমেইল ভ্যালিডিটি চেক করতে ব্যাবহার হয়।
মানে উপরের টুলস গুলো ব্যাবহার করে যেই
ইমেইল আপনি পেয়েছেন, সেগুলি ত ভ্যালিড নাও
হতে পারে। তাই না?? তখন?? ক্লায়েন্ট বলবে
ইমেইল ভ্যালিড না। ইমেইল বাউন্স করে। নো
ডলার। তখন ???
ভয় নাই। আমাদের হাতে আছে RAPPORTIVE টুল।
এটি জিমেইল এর মাধ্যমে, Google CROME
EXTENSION হিসেবে অ্যাড করতে হয়।
আসুন জেনে নেই কীভাবে এটি কাজ করে,
আপনি ইমেইল কম্পস বাটন চাপুন। এবার টু তে যেই
ইমেইল এড্রেস টা চেক করতে চান সেটি লিখুন।
দেখবেন ডানে ওই বেক্তির সম্পর্কে আরও
অনেক তথ্য RAPPORTIVE আপনাকে দিচ্ছে,
(যেমন উনার টুইটার অ্যাকাউন্ট, উনি কোন কম্পানি
তে কাজ করে, উনার জব টাইটেল ইত্যাদি। তখন
বুঝবেন ইমেইল এড্রেস টা ভ্যালিড। আর যদি
কোণ ইনফর্মেশন না দেখায় তখন বুঝবেন
ইমেইল এড্রেস টা ভ্যালিড না।
(পোস্ট এর সাথে অ্যাড করা ছবি টি দেখুন)
খুব সোজা তাই না?? এই সোজা জিনিস গুলো ই
আমরা করতে পারি না, সঠিক গাইড লাইন এর অভাবে।
এছাড়া ও ইমেইল এড্রেস ভ্যালিড কিনা চেক করতে
আরও ব্যাবহার করতে পারেনঃ
http://validateemailaddress.org
http://mailtester.com
যাই হোক, এখন নিশ্চয়ই যেকোনো কম্পানি এর
location, street, city, address, owner/VP/
president/CEO name, phone, email, linkdin
profile, twitter account বের করতে পারবেন
ইনশাল্লাহ ।
আমি চেষ্টা করেছি খুব সহজে প্রত্যেকটা টুলস
সম্পর্কে বলতে। প্রত্যেকটা টুলস এর ছবি অ্যাড
করে দিয়েছি আপনাদের বুঝার সুবিধার্থে।
তারপর ও টুলস গুলো ব্যাবহার করার সময় যদি কোণ
সাহায্যের প্রয়োজন হয়, প্লিস ইনবক্স মি।
কারন আমি চাই না, আর কোণ ক্লায়েন্ট বলতে
পারুক “বাংলাদেশি ফ্রী-লান্সার রা কাজ পারে না।“
FRIENDS আপনারা এই ধরনের জব এ BID করার সময়
অবশ্যই এই টুলস গুলর কথা কভার লেটার এ উল্লেখ
করবেন। LEAD GENERATION ক্লায়েন্টরা অবশ্যই
চায় আপনি এই টুলস গুলো ব্যাবহার করা জানুন। পারলে
পোস্ট টির সাথে অ্যাড করা ছবি গুলো BID করার
সময় প্রপসাল এর সাথে ATTACH করে দিন।
ইনশাল্লাহ জব টা আপনি পেয়ে যাবেন।
আর নতুন রা অনেক সময় পোর্ট ফলিও পান না। তাই
নতুন রা এই পোস্ট টির সাথে অ্যাড করা ছবি গুলো
পোর্ট ফলিও তে ATTACH করে দিতে পারেন।
ধন্যবাদ বন্ধুরা। আশা করি পোস্ট টা আপনাদের
কাজে লাগবে।আপনি মন্তব্য







 করে আমাদের সংশোধন করার সুযোগ করে দিন।

No comments: