Showing posts with label গান. Show all posts
Showing posts with label গান. Show all posts

রিমঝিম ঝিম বরষা।

এই রিমঝিম ঝিম বরষা
হাওয়া হিম হিম বরষা
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা

চেয়েছে তোমার কত সাথে যে
হাতখানি রাখি ঐ হাতে যে
মনে এলে ওগো মন হরষা
পথ চলিতে যে তাই ভরসা

হৃদয় আমার আজ বলে তাই
চোখের দেখাতে যদি নাই পাই
বাঁশি শুনেছে যে মন মনষা
পথ চলিতে যে তাই ভরসা

ঝরো ঝরো বরষার ধারাতে
স্বপ্ন যদি গো হয় হারাতে
হৃদয়ের ভরা ক্ষেত সরসা
পথ চলিতে যে তাই ভরসা।

Next Song

আমার মিতা আর আমার অবস্তা এক।

শিল্পীঃ মনির খান।
অামি এই প্রার্থনা করি সারা
জনম ভর
কারো মনের মানুষ হয়না যেন পর
ও ও ও করো মনের মানুষ হয়না যেন
পর।।
সে কি বিষন যৃন্ত্রণা অামি শুধু
বুঝি
চোখ ভিজিয়ে চোখের জলে
তারে শুধু খুঁজি।।
সে যান্তনা ভহন করে এ এ এ এ
সে যান্তনা ভহন করে অামার এ
অন্তর ।।
কারো মনের মানুষ হয়না যেন পর
ও ও ও করো মনের মানুষ হয়না যেন
পর।
যার বুকেতে ভেবেছি
অামারি ঠিকানা
তার বুকেতে বসত করে অন্য
একজনা।।
তার বিরহে কাঁন্দতে হবে এ এ এ
এ এ
তার বিরহে কাঁন্দতে হবে সারা
জনম ভর।।
কারো মনের মানুষ হয়না যেন পর
ও ও ও কারো মনের মানুষ হয়না
যেন পর।।
অামি এই প্রার্থনা করি সারা
জনম ভর
কারো মনের মানুষ হয়না যেন পর।।

আমার পছন্দের গান।

সখিরে সখিরে যাইয়ো না দূরে রে
দূরে গেলে আমার মনটা পোড়ে
নিরবে নিরবে এই অন্তর জ্বলেরে
দিবা নিশি থাকো হৃদয় জুড়ে
বন্ধুরে বন্ধুরে যাইয়ো না দূরে রে
দূরে গেলে আমার মনটা পোড়ে
নিরবে নিরবে এই অন্তর জ্বলেরে
দিবা নিশি থাকো হ্রদয় জুড়ে
দিন যে যায় , মাস যে যায়
ভালোবাসা শুধু বেড়ে বেড়ে যায়
চোখ বুঝলেই কত স্বপ্ন হায়
সুখ পাখিটার ডানায় ডানায়
বুকের এই গভীরে অন্তরে বাহিরে
মন খুজে শুধু তোমায় তোমায় …..
ঐ ………………………..
চোখ যে হায় স্বপ্ন পোড়ায়
নীল আধারের গল্প মায়ায়
পোড়ে বুক হ্রদয় জানায়
সেই হাসিটার ছোয়ায় ছোয়ায়
বুকের এই গভীরে অন্তরে বাহিরে
মন খুজে শুধু তোমায় তোমায় ……….
ঐ………….

কষ্টের গান।

শিল্পীঃ আইয়ূব বাচ্চু
সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
কতরাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
কতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি
ভুলে যেতে আমি পারিনা
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
শিল্পীঃ আইয়ূব বাচ্চু
সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
কতরাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
কতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি
ভুলে যেতে আমি পারিনা
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতো টুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই

Ore Nill Doaria | Picnic 2024 | Ratan Kumar | Rangpur City MATS and IHT ...

Ore Nil Doriya Song Lyrics In Bengali : ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া। কাছের মানুষ দুরে থ...