এরে নাম বাস্তবতা ।

দীর্ঘদিন প্রেম করার পর পরিবারের চাপে
অবশেষে মেয়েটা অচেনা একটা ছেলেকে বিয়ে
করবে। বাধ্য হয়েই, বাসর রাতেই নব বধূটির মধ্যে স্বামী প্রীতি ফুটে উঠবে। নববধূর খামচে ধরা বিছানাটাই শুধু নজরে পড়বে। কুমারিত্ব হরণের নেশায় ব্যস্ত সেই বরের, মেয়েটির গড়িয়ে পড়া কয়েক ফোটা জল তার অদেখাই থেকে যাবে। মেয়েটির দ্বারা বরের শরীরের প্রতিটা খামচির দাগ বরকে আরো উন্মাদ করে তুলবে! আর সে সময় হয়তো মেয়েটির পুরোনো প্রেমিকের হাত নতুন ব্লেডে আচড়ে রক্তাক্ত হবে।
ভোর হবে....
মেয়েটি স্বামী, নতুন বাবা -মাকে নিয়ে ব্যস্ত হয়ে
যাবে...একটা সময় হয়তো মেয়েটি তার প্রেমিকের কথা ভুলে যাবে। আর না হয় কোনো এক অবেলায় প্রেমিকের কথা মনে করে চোখের কোণে জল জমাবে...
প্রেমিকটিও হয়তো প্রেমিকার কথা ভুলতে চেষ্টা
করতে করতে নতুন এক প্রেমিকার সন্ধান পেয়ে
যাবে....
এসব ঘটনা আজ কালের না... যুগ যুগ ধরে এমন ঘটনা ঘটে যাচ্ছে। তারপরেও জীবনে প্রেম আসে,আসবে...."
-সুখের হোক মেয়েটার সংসার।
ভালো থাকুক এই সকল প্রেমিকরা। আপনি মন্তব্য করে আমাদের সংশোধন করার সুযোগ করে দিন।

এটা চির সত্য কথা।

আপনি মন্তব্য করে আমাদের সংশোধন করার সুযোগ করে দিন।

Board Certificate

 (আপনার একটা শেয়ার এ ছেলেটির অনেক বড় উপকার হতে পারে)s
আজ রিকশায় পাওয়া গেল এই H.S.C এর Certificate.
name: mahmudul
roll: 523021

certificate


আপনি মন্তব্য করে আমাদের সংশোধন করার সুযোগ করে দিন।

NU ALL RESULTS

National University || Bangladesh
আপনি মন্তব্য করে আমাদের সংশোধন করার সুযোগ করে দিন।

Ore Nill Doaria | Picnic 2024 | Ratan Kumar | Rangpur City MATS and IHT ...

Ore Nil Doriya Song Lyrics In Bengali : ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া। কাছের মানুষ দুরে থ...