#__H_2nd_yπ
#Formfillup
Dated (22.2.16---09.3.16)
★'
শিক্ষাবর্ষের ২০১৩-১৪ এর শুধুমাত্র নিয়মিত ছাত্রছাত্রীদের ২০১৫ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ আগামী ২২/০২/২০১৬ তারিখ শুরু হবে।
★
#_______শর্তাবলি______
২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৪ সালের ১ম বর্ষের শুধুমাত্র Promoted শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবে।
★
১৩ - ১৪ এর ১ম বর্ষে NotPromoted রা পারবে না।
★
১৩-১৪ এর ১ম বর্ষের এক/দু/তিন বাষয়ে ফেল করেও যদি ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশন পাই তবুও তারা ২য় বর্ষের ফরমপূরন করতে পারবে।
★
১৩-১৪ ছাড়া ১২-১৩ কিংবা অন্য কোন সেশনের ছাত্রছাত্রীরা এর সাথে ফরমপূরন করাতে পারবেনা।
★
১৩-১৪ এর সিলেবাস নতুন তাই, পুরাতন অন্যান্য সেশনের সাথে এর সম্পর্ক নাই।
★
#______টাকা___
টাকার পরিমান কলেজর নোটিশ থেকে জেনে নিতি হবে
Cuz, এক এক কলেজে ফরমপূরন ফির টাকা পরিমান এক এক রকম হয়।
তবে,
আনুমানিক (৪০০০-৫০০০) টাকা।
★
#________Exam_________
২০১৫ সালের ২য় বর্ষ পরীক্ষা আগামী এপ্রিল ২০১৬ মাসের ১ম সপ্তাহে শুরু হবে
★
#_________বিলম্ব____
বি.দ্রঃ ফরমপূরণের নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি দিয়ে ফরমপূরণের কোন সুযোগ নাই।
★
#___________রুটিন____
রুটিনের ছবি সহ সহজতর করার জন্য রুটিনটা হাতে লেখে দেয়া হবে।
So
সময়মত রুটিন পেতে সক্রিয় থাকুন।
আরও বিস্তারিত যানতে ভিজিট করুনঃ www.nu.edu.bd
আপনি মন্তব্য করে আমাদের সংশোধন করার সুযোগ করে দিন।