Honours 2nd year Form Fill Up.

‪#‎__H_2nd_yπ‬
‪#‎Formfillup‬
Dated (22.2.16---09.3.16)
★'
শিক্ষাবর্ষের ২০১৩-১৪ এর শুধুমাত্র নিয়মিত ছাত্রছাত্রীদের ২০১৫ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ আগামী ২২/০২/২০১৬ তারিখ শুরু হবে।

‪#‎_______শর্তাবলি______‬
২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৪ সালের ১ম বর্ষের শুধুমাত্র Promoted শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবে।

১৩ - ১৪ এর ১ম বর্ষে NotPromoted রা পারবে না।

১৩-১৪ এর ১ম বর্ষের এক/দু/তিন বাষয়ে ফেল করেও যদি ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশন পাই তবুও তারা ২য় বর্ষের ফরমপূরন করতে পারবে।

১৩-১৪ ছাড়া ১২-১৩ কিংবা অন্য কোন সেশনের ছাত্রছাত্রীরা এর সাথে ফরমপূরন করাতে পারবেনা।

১৩-১৪ এর সিলেবাস নতুন তাই, পুরাতন অন্যান্য সেশনের সাথে এর সম্পর্ক নাই।

‪#‎______টাকা___‬
টাকার পরিমান কলেজর নোটিশ থেকে জেনে নিতি হবে
Cuz, এক এক কলেজে ফরমপূরন ফির টাকা পরিমান এক এক রকম হয়।
তবে,
আনুমানিক (৪০০০-৫০০০) টাকা।

‪#‎________Exam_________‬
২০১৫ সালের ২য় বর্ষ পরীক্ষা আগামী এপ্রিল ২০১৬ মাসের ১ম সপ্তাহে শুরু হবে

‪#‎_________বিলম্ব____‬
বি.দ্রঃ ফরমপূরণের নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি দিয়ে ফরমপূরণের কোন সুযোগ নাই।

‪#‎___________রুটিন____‬
রুটিনের ছবি সহ সহজতর করার জন্য রুটিনটা হাতে লেখে দেয়া হবে।
So
সময়মত রুটিন পেতে সক্রিয় থাকুন।


আরও বিস্তারিত যানতে ভিজিট করুনঃ www.nu.edu.bd


আপনি মন্তব্য করে আমাদের সংশোধন করার সুযোগ করে দিন।

Ore Nill Doaria | Picnic 2024 | Ratan Kumar | Rangpur City MATS and IHT ...

Ore Nil Doriya Song Lyrics In Bengali : ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া। কাছের মানুষ দুরে থ...