হুজুরে আসওয়াদ কালো,
শৈশবকাল ছিল অনেক ভাল।
বুঝতাম না কোন কিছু,
ছিল না কোন টান পিছু।
জীবন আমার হোক কাল,
সাদা নয়তো কখনও ভাল।
কাফনের কাপর সাদা হয়,
এটা দেখে সবাই পায় ভয়।
আমিও এর বেতিক্রম নয়।
জীবন আল্লাহতালার অসীম নিয়ামত,
আসবে একদিন কঠিন কিয়ামত।
সে দিন আর নেইকো বেশি দেরি,
আসুন সবাই মিলে,
পঁাচ ওয়াক্ত নামায কায়েম করি।
শৈশবকাল ছিল অনেক ভাল।
বুঝতাম না কোন কিছু,
ছিল না কোন টান পিছু।
জীবন আমার হোক কাল,
সাদা নয়তো কখনও ভাল।
কাফনের কাপর সাদা হয়,
এটা দেখে সবাই পায় ভয়।
আমিও এর বেতিক্রম নয়।
জীবন আল্লাহতালার অসীম নিয়ামত,
আসবে একদিন কঠিন কিয়ামত।
সে দিন আর নেইকো বেশি দেরি,
আসুন সবাই মিলে,
পঁাচ ওয়াক্ত নামায কায়েম করি।