কিয়ামত নিয়ে ভাবুন।

হুজুরে আসওয়াদ কালো,
শৈশবকাল ছিল অনেক ভাল।
বুঝতাম না কোন কিছু,
ছিল না কোন টান পিছু।
জীবন আমার হোক কাল,
সাদা নয়তো কখনও ভাল।
কাফনের কাপর সাদা হয়,
এটা দেখে সবাই পায় ভয়।
আমিও এর বেতিক্রম নয়।
জীবন আল্লাহতালার অসীম নিয়ামত,
আসবে একদিন কঠিন কিয়ামত।
সে দিন আর নেইকো বেশি দেরি,
আসুন সবাই মিলে,
পঁাচ ওয়াক্ত নামায কায়েম করি।

রিমঝিম ঝিম বরষা।

এই রিমঝিম ঝিম বরষা
হাওয়া হিম হিম বরষা
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা

চেয়েছে তোমার কত সাথে যে
হাতখানি রাখি ঐ হাতে যে
মনে এলে ওগো মন হরষা
পথ চলিতে যে তাই ভরসা

হৃদয় আমার আজ বলে তাই
চোখের দেখাতে যদি নাই পাই
বাঁশি শুনেছে যে মন মনষা
পথ চলিতে যে তাই ভরসা

ঝরো ঝরো বরষার ধারাতে
স্বপ্ন যদি গো হয় হারাতে
হৃদয়ের ভরা ক্ষেত সরসা
পথ চলিতে যে তাই ভরসা।

Next Song

Ore Nill Doaria | Picnic 2024 | Ratan Kumar | Rangpur City MATS and IHT ...

Ore Nil Doriya Song Lyrics In Bengali : ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া। কাছের মানুষ দুরে থ...